বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে বনার্ঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়।
শনিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগবাড়ি এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেহ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS