Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস-২০১৭” উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় র‌্যালিতে উপস্থিতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্থিরচিত্র।
বিস্তারিত

 

১২ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলা ও এর উপজেলাসমূহে প্রথম বারের মত বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইসিটি দিবস পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারের জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় করে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব হুমায়রা বেগমের নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা পর্যায়ে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সেক্টরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক  ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ,  ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।  র‌্যালী পরবর্তী  এক সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন আলোচকগন দিবসের প্রতিপাদ্য ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তির গুরুত্ব ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ শীর্ষক রুপরেখা উপস্থাপন করে অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন । উপজেলা পর্যায়ে চারটি উপজেলায় নির্বাহী অফিসারগনের  নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,  রাজনৈতিক  ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ,  ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তবৃন্দ ও সাংবাদিকবৃন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন। জেলা ও উপজেলায় তথ্য অফিসের সহযোগীতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র “গেরিলা” এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংক্রান্ত ভিডিওচিত্র, বঙ্গবন্ধুর অসমাপ্তপূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়া যাচ্ছে বাংলাদেশ ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭, Aisa Pacific Information Super Highway (AP-IS) শীর্ষক ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী তথ্য প্রযুক্তি দিবসের প্রতিপাদ্য তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রোগ্রামিং কনটেষ্ট আয়োজনে লক্ষ্মীপুর জেলার নাম না থাকায় কোন কার্যক্রম পরিচালিত হয়নি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/12/2017
আর্কাইভ তারিখ
31/03/2018