Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“তথ্য প্রযুক্তি, সেবাখাত, অবকাঠামো উন্নয়ন খাতে বাংলাদেশের অর্জন” শীর্ষক সেমিনার
বিস্তারিত

তথ্য প্রযুক্তি, সেবাখাত, অবকাঠামো উন্নয়ন খাতে বাংলাদেশের অর্জনশীর্ষক সেমিনার

গত ১৩.০১.২০১৮খ্রি. জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত “তথ্য প্রযুক্তি, সেবাখাত, অবকাঠামো উন্নয়ন খাতে বাংলাদেশের অর্জন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অঞ্জন চন্দ্র পাল, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর।  জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু দাউদ মো: গোলাম মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, লক্ষ্মীপুর, জনাব মীর শওকত হোসেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, লক্ষ্মীপুর, জনাব ডা: মোস্তফা খালেদ আহমদ, সিভিল সার্জন, লক্ষ্মীপুর। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, লক্ষ্মীপুর সদর। তিনি তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেমিনারে আগত জেলার সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ২০২১ সালে মধ্যে ডিজিটাল বাংলাদেশের রুপরেখা, বিগত ৪ বছরের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। তিনি আরো জানান যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ব্যবস্থাপনায় সরকার ইতিমধ্যে অত্যন্ত গুরুর্ত্বপূর্ন দুটি প্রকল্পের মাধ্যমে সারাদেশের জেলা ও সদর উপজেলাসমূহকে সরকারী দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনয়ন করেছে এবং ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইনফো-সরকার ফেজ-৩ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া  লার্নিং এন্ড আর্নিং কর্মসূচীর মাধ্যমে দেশের তরুন প্রজন্মকে বৈদেশিক মুদ্রা আয়ের প্রশিক্ষন দেয়া, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে  মাধ্যমিক স্তরের সকল ছাত্র ছাত্রীদের প্রযুক্তি জ্ঞান প্রদান এবং জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করেন।  উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, প্রফেসর মো: মাইন উদ্দিন পাঠান, অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর, জনাব আহম্মদ আবু আবদুল্যাহ, প্রধান শিক্ষক, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এছাড়াও সেমিনারে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ তাদের বক্তব্যের মাধ্যমে তথ্য প্রযুক্তি, সেবা খাত এবং অবকাঠামো উন্নয়ন খাতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক, লক্ষ্মীপুর মহোদয় জনাব অঞ্জন চন্দ্র পাল তার বক্তব্যে প্রযুক্তি নির্ভর, দুর্নীতি মুক্ত প্রশাসন পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান আগত অতিথিদের বিশদ অবহিত করেন এবং এনালগ কর্মপদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠী তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সাধন করছে তার একটি বাস্তব উপলব্ধি সেমিনারে তুলে ধরেন। তিনি লক্ষ্মীপুরের তথ্য প্রযুক্তি, অবকাঠামো এবং সেবা খাতে অগ্রগতির ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/01/2018
আর্কাইভ তারিখ
28/02/2018