Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উন্নয়ন মেলা ২০১৮
বিস্তারিত

উন্নয়ন মেলা ২০১৮

"উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র" এই শ্লোগানকে সামনে রেখে গত ১১-১৩ জানুয়ারি ২০১৮ খ্রিঃ তারিখ জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত হয় উন্নয়ন মেলা ২০১৮। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে ৩ দিন ব্যাপী চলে এই উন্নয়ন মেলা। বর্তমান সরকারের সময় নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে দেশের প্রান্তিক জনগণসহ আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। সারাদেশের মত লক্ষ্মীপুর জেলায় প্রশাসনের উদ্যোগে জেলার কালেক্টরেট ভবনের সম্মুখে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সকল সরকার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান অংশগ্রহন করে। ১১ ই জানুয়ারী সকাল ৯.৩০ মিনিটে র‍্যালীর মাধ্যমে মেলার সূচনা হয় যা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০ টায়  তার কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন। জাঁকঝমক ভাবে আয়োজিত এ মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,  লক্ষ্মীপুর কার্যালয় কর্তৃক স্টল নির্মানের মাধ্যমে অংশগ্রহন করে জনগনের সামনে এ খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং এর বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের জেলা ও উপজেলা সদর কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী,  উপজেলা টেকনিশিয়ান ও সদর উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগনের অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ব্যানার, ব্যাকড্রপ, ফেষ্টুন,  বেলুন এবং ফুল দিয়ে অধিদপ্তরের জন্য বরাদ্দকৃত স্টলকে সু-সজ্জিত করা হয় । প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সারা দিনব্যাপী সরকারের উন্নয়ন কার্যক্রম জনগনের সামনে উপস্থাপনের পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারের ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কার্যক্রম মেলায় আগত দর্শণার্থীদের সামনে তুলে ধরা হয়। এছাড়া ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব,  লার্নিং এন্ড আর্নিং কর্মসূচী সহ অধিদপ্তরের সকল কার্যক্রমের ভিডিও চিত্র উপস্থাপন করার পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবগত করানো হয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্তৃক ওয়ান স্টপ সার্ভিস প্রদান করায় মেলায় উক্ত স্টলে সারাদিনব্যাপী সুবিধাপ্রার্থীদের সেবা নেয়ার জন্য দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। একই সাথে অধিদপ্তর হইতে প্রেরিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ভিডিও এবং ছবি প্রদর্শন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্যোগের প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর শিল্পী-কলাকুশলীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/01/2018
আর্কাইভ তারিখ
31/01/2018