অদ্য ০৮.০৯.২০২৪ খ্রি. রোজ-রবিবার উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত হার পাওয়ার প্রকল্প (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন) এর আওতায় আইটি সার্ভিস প্রোভাইডার ও ই-কমার্স প্রফেশনাল ক্যাটাগরিতে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত জেলার সম্মানিত উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান মহোদয় এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার (অ:দা:) জনাব শুভ্রজিত রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস